এবার বিরোধীদের অভিশংসন প্রক্রিয়ার মুখে পড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

বিলেতের আয়না ডেক্স :- এবার বিরোধীদের অভিশংসন প্রক্রিয়ার মুখে পড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

দেশটির প্রধান বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) তার বিরুদ্ধে এই অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে চলেছে।
এমডিপি এরইমধ্যে মুইজ্জুর সরকারকে অভিশংসনে জন্য সংসদ সদস্যদের সইও সংগ্রহ করতে শুরু করেছে।
চীনা গোয়েন্দা জাহাজকে মালেতে নোঙর করতে দিয়ে বিরোধীদের রোষাণলে পড়েছেন মুইজ্জু।
রবিবার সংসদে অভিশংসন প্রক্রিয়া শুরুর পর পার্লামেন্টে ব্যাপক হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ।
দুই বিরোধী দল ‘মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) ও ‘দ্য ডেমোক্র্যাট’-এর ৮০ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে সদস্যসংখ্যা ৫৫।
মুইজ্জু ক্ষমতাসীন হওয়ার পরই মালদ্বীপে অবস্থানকারী ৮৮ ভারতীয় সেনাকে দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেন। এরপর থেকেই ভারতপন্থীরা তার বিরুদ্ধে অবস্থান নেয়।

আরও পড়ুন:  সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চু : তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা - আব্দুল্লাহিল কাইয়ূম

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top