যুক্তরাজ্য দিন দিন চাকরির সুযোগ কমে যাচ্ছে।

বিলেতের আয়না ডেক্স :- যুক্তরাজ্য দিন দিন চাকরির সুযোগ কমে যাচ্ছে।
গত এক বছরে কয়েক হাজার বাংলাদেশী তরুণ-তরুণী, যুবক-যুবতী ও শিক্ষার্থীসহ নানা বয়েসি মানুষ বিভিন্ন ভিসায় যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন।কেউ কেয়ার ভিসায়,কেউ স্টুডেন্ট ভিসায়, কেউ কেউ দেশের চাকুরী ছেড়ে দিয়ে উন্নত জীবনের আশায় পাড়ি জমিয়েছিলেন যুক্ত রাজ্যে কিন্তু বিধিবাম উন্নত জীবন ধুলিসাত্ হতে চলে চলছে। উন্নত জীবন যাপন ও পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন যখন ডানা মেলছে তাদের, তখনই আসলো দুঃসংবাদ।
জানা গেছে, যুক্তরাজ্যের লন্ডন সহ বিভিন্ন শহরে চাকরির সুযোগ দিন দিন কমছে। এরই মধ্যে আর্থিক খাতে চাকরির সুযোগ গত বছর প্রায় ৪০ শতাংশ কমেছে। খবর রয়টার্সের।
লন্ডনে চাকরির সুযোগ কমার কারণ হিসেবে মরগান ম্যাককিনল নামে একটি নিয়োগকারী প্রতিষ্ঠান বলছে,  বাজারের অস্থিরতা এবং উচ্চ মুদ্রাস্ফীতি নিয়োগকর্তাদের খরচের উপর খুবই শক্ত প্রভাব পড়ছে।
লন্ডনের এমপ্লয়মেন্ট মনিটর অনুসারে, ২০২৩ সালে আর্থিক খাতে চাকরির সুযোগ গত বছরের আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ কমেছে। যেখানে চাকরি খোঁজার সংখ্যাও ১৬ শতাংশ কমেছে।
মরগান ম্যাককিনলে বলেছেন, ২০২৩ সালের শেষ ত্রৈমাসিকে বিশেষভাবে পূর্ববর্তী বছরের তুলনায় ৪২ শতাংশ কম চাকরি পাওয়া গেছে ; যা ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর চাকরির ক্ষেত্রে এটাই  সবচেয়ে বড় পতন।
তবে গত বছর বিশেষ করে লন্ডনের ব্যাংক খাতগুলো শক্তিশালী মুনাফা পেলেও উচ্চ মুদ্রাস্ফীতির চাপ, চুক্তির মন্দা এবং গভীরতর ভূ-রাজনৈতিক অস্থিরতা সেই মুনাফার উচ্চবৃদ্ধিকেও ম্লান করে দিয়েছে।
বেশ কিছু প্রধান নিয়োগকর্তা অনেক কাটছাঁট করায় চাকরির বাজার আরও তিক্ত হয়েছে বলে রয়টার্স জানায়।
মর্গান ম্যাককিনলে ইউকে ব্রান্সের ম্যানেজিং ডিরেক্টর হাকান এনভার বলেন, ‘এক বছরের প্রচুর বেতন বৃদ্ধি এবং কঠোর শ্রমবাজার দ্বারা চালিত অতিরিক্ত নিয়োগের পর; আমরা একটি চ্যালেঞ্জিং বছরের শেষের দিকে আসার সাথে সাথে স্থবির বাজারের লক্ষণ দেখা দিয়েছে।’
আমরা চাকরিপ্রার্থী, প্রার্থী সরবরাহ এবং চাকরির সংখ্যা হ্রাস হতে দেখেছি। ব্যয় এবং নিয়োগের ক্ষেত্রে লাগাম টেনে ধরার জন্য মধ্যপ্রাচ্যে টেকসই অর্থনৈতিক মন্দা এবং সংঘাতের মধ্যে নিয়োগকর্তার আস্থা হ্রাস পেয়েছে।’
তবে এনভার বলেছেন, মহামারী-পরবর্তী একটি উল্লেখযোগ্য নিয়োগ বৃদ্ধির আগে চাকরির ক্ষেত্রগুলো  ২০১৯ সালের মত ছিল।

আরও পড়ুন:  জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন মামলার রায়। তারেক রহমানের ৯ বছর, স্ত্রী জোবায়দার ৩ বছরের কারাদণ্ড।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top