শিল্পকলা পদক পাচ্ছেন ২০ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান।

বিলেতের আয়না ডেক্স :- শিল্পকলা পদক পাচ্ছেন ২০ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান।

২০২১-২২ অর্থবছরে ‘শিল্পকলা পদক’ পদক পাচ্ছেন ২০ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান। সোমবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। চলতি বছরে এ পদক প্রদান করা হবে।
২০২১ সালে শিল্পকলা পদক পাচ্ছেন যন্ত্রসংগীতে মো. নূরুজ্জামান, নৃত্যকলায় শারমীন হোসেন, কণ্ঠসংগীতে সাদি মহম্মদ, চারুকলায় শিল্পী বীরেন সোম, নাট্যকলায় অধ্যাপক আবদুস সেলিম, লোকসংস্কৃতিতে মো. নহীর উদ্দিন, চলচ্চিত্রে ড. মতিন রহমান, আবৃত্তিতে কাজী মদিনা, যাত্রাশিল্পী এম এ মজিদ ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন/সংগঠক- জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ।
২০২২ সালে শিল্পকলা পদক পাচ্ছেন যন্ত্রসংগীতে ফোয়াদ নাসের, নৃত্যকলায় সাজু আহম্মেদ, কণ্ঠসংগীতে এলেন মল্লিক, চারুকলায় অধ্যাপক অলক রায়, নাট্যকলায় খায়রুল আলম সবুজ, লোকসংস্কৃতিতে সুনীল কর্মকার, ফটোগ্রাফিতে রফিকুল ইসলাম, আবৃত্তিতে মীর বরকত রহমান, যাত্রাশিল্পী- অরুণা বিশ্বাস ও সৃজনশীল সাংস্কৃতিক গবেষক- ড. সফিউদ্দিন আহমদ।
‘শিল্পকলা পদক’-এর জন্য মনোনীত ব্যক্তি/ প্রতিষ্ঠানকে একটি করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাম এবং মনোগ্রাম সংবলিত স্বর্ণ পদক, সনদপত্র এবং এক লাখ টাকার চেক প্রদান করা হবে।
রবীন্দ্র ভিসি ও সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার শুভেচ্ছা বিনিময়
পদক প্রসঙ্গে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শিল্পের মহান পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার স্বপ্নযাত্রায় শিল্প-সংস্কৃতির চর্চা, প্রসার ও বিকাশকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। অনুপ্রাণিত করে চলেছেন দেশের শিল্পী, সাহিত্যিক এবং সংস্কৃতিসেবীদের। আমি বিশ্বাস করি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশকে বিশ্বের একটি অন্যতম আলোকিত ও সৃজনশীল দেশে পরিণত করতে অনন্য ভূমিকা পালন করবে। পদকপ্রাপ্ত গুণী শিল্পীদের শ্রদ্ধা জানাই। সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।’

আরও পড়ুন:  ভোট কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশকারীদের কে স্বচক্ষে দেখেছি - সিইসি হাবিবুল আওয়াল।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top