চলে গেলেন কিংবদন্তি বেকেনবাওয়ার।

বিলেতের আয়না ডেক্স :- চলে গেলেন কিংবদন্তি বেকেনবাওয়ার।
জার্মানি এবং বায়ার্ন মিউনিখ কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে এই কিংবদন্তির মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা।
জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন। সাম্প্রতিক কালে বেশির ভাগ ফুটবলার যে রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, সেই পার্কিনসন রোগেই ভুগছিলেন তিনি। ২০১৫ সালে ছেলে স্টিফেন মারা যাওয়ার পর থেকে বেকেনবাওয়ারের শরীর ক্রমশ খারাপ হতে পারে। ধীরে ধীরে সব কিছু ভুলে যেতে থাকেন। হৃদযন্ত্রের চিকিৎসাও চলছিল তার।
এক বিবৃতিতে জার্মান কিংবদন্তির পরিবার জানিয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার রবিবার রাতে ঘুমের মধ্যে মারা গিয়েছেন। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার সঙ্গেই ছিল। আশা করি সবাই তার পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকবেন।’
ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারদের একজন হিসেবে স্বীকৃত বেকেনবাওয়ার তার ফুটবল ক্যারিয়ারে অসংখ্য কীর্তি গড়েছেন। জার্মানির আইকনিক এই ফুটবলার পশ্চিম জার্মানির হয়ে ১৯৭৪ সালে অধিনায়ক হিসেবে এবং ১৯৯০ সালে কোচ হিসেবে বিশ্বকাপ শিরোপা হাতে তোলেন। ইতিহাসের যে তিনজন ফুটবলার একই সঙ্গে খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন তিনি তাদের একজন।
বেকেনবাওয়ার জার্মানির হয়ে সব মিলিয়ে ১০৪ ম্যাচ খেলেছেন। এ ছাড়া বায়ার্ন মিউনিখের হয়ে ১৯৭০ এর দশকে হ্যাটট্রিক ইউরোপিয়ান কাপও জিতেছেন তিনি। ‘কাইজার’ হিসেবে পরিচিত বেকনবাওয়ার রক্ষণে দারুণ আধিপত্য বিস্তার করে খেলতে পারতেন। বলের দখল রাখা থেকে শুরু করে আধুনিক সুইপারের ভূমিকায় কিংবা লিবেরো হিসেবেও তিনি ছিলেন অনন্য।
খেলোয়াড়ি জীবনের পর বেকেনবাওয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০০৬ সালের বিশ্বকাপে দুর্নীতি করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। ২০১৭ সালের মার্চে এই অভিযোগের জন্য সুইস প্রসিকিউটররা তাকে জেরাও করে। তবে এই অংশ টুকু বাদ দিলে তার জীবন অর্জন আর প্রাপ্তিতে ভরপুর।

আরও পড়ুন:  মুঘল আমলের সেই ‘দেওয়ানের পুল' রক্ষার জন্য আগামীকাল রবিবার গণশুনানি।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top