বিএনপি জামায়াতের রাজত্ব আর হবে না এ দেশে — প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিলাতের আয়না ডেক্স :- বিএনপি জামায়াতের রাজত্ব আর হবে না এ দেশে — প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিএনপি-জামায়াত খুনির দল, তাদের রাজনীতি করার অধিকার নেই। তারা তো মানুষ পোড়ায়। জিয়াউর রহমান খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি। ওই খুনিদের রাজত্ব আর হবে না এ দেশে। ওই খুনের জন্য ওদের বিচার হবে। এই যে এতগুলো মানুষ হুকুম দিয়ে মারছে, সেই বিচার একদিন বাংলাদেশে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেলে মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী নৌকাকে দেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার উল্লেখ করে বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশের মাথাপিছু আয় ছিল ৯১ মার্কিন ডলার। মাত্র তিন বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাথাপিছু আয় ২৭৭ ডলারে উন্নীত করেন। ৭৫ এর পরে জিয়া এরশাদ যারাই ক্ষমতায় এসেছে এদেশের মানুষের আয় তারা বাড়াতে পারেনি।
শেখ হাসিনা বলেন, জিয়া-এরশাদ রাষ্ট্রীয় সমস্ত অর্থ-সম্পদ দিয়ে কিছু লোককে ধনী বানিয়ে তাদের মাধ্যমে জনগণের ভোট চুরি করে। সংবিধান লঙ্ঘন করে সেনাপ্রধান ও রাষ্ট্রপতির মতো দুটি গুরুত্বপূর্ণ পদ বেআইনিভাবে দখল করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেয়।
পরে রাজনৈতিক উচ্ছিষ্ট থেকে তৈরি হয় বিএনপি নামের সংগঠন। আর যারা যুদ্ধাপরাধী তাদের জিয়াউর রহমান ফিরিয়ে আনে। তাদের নিয়েই রাজনীতি করে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ৭ই জানুয়ারির নির্বাচন যারা ঠেকাতে চায়, ওই বিএনপি-জামায়াত সন্ত্রাসী। ওরা একটা সন্ত্রাসী রাজনৈতিক দল। অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে তৈরি করা দল। তারা মানুষের কল্যাণ করতে পারে না, মানুষকে খুন করতে পারে। আমি চাই দেশের মানুষ শান্তিতে থাকবে। ওই বোমাবাজি, সন্ত্রাস এইভাবে যেন নির্বাচন বানচাল করতে না পারে।

আরও পড়ুন:  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top