বিলেতের আয়না ডেক্স :- ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কায় চারজনের মৃত্যু।
ময়মনসিংহ সদরে লেভেলক্রসিংয়ে উঠে পড়া একটি ট্রাকে ট্রেনের ধাক্কার পর চারজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ চর রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ত্রিশালের বৈলরের সজীব (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন। নিহত অন্য তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহের শম্ভুগঞ্জ রেলক্রসিংয়ের প্রায় দুইশ গজ আগে চর রঘুরামপুর এলাকায় থাকা অরক্ষিত লেভেল ক্রসিং পার হচ্ছিল। এমন সময় হঠাৎ সেই রেল লাইনে উঠে পড়ে বালুবাহী একটি ট্রাক। চোখের পলকেই ঘটে সংঘর্ষ। মুহুর্তেই দুমড়েমুচড়ে যায় ট্রাক ও ট্রেনের সামনের অংশ। লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাক আর প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে গিয়ে থামে ট্রেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। এসময় ট্রাকের পাশ থেকে একজনের এবং ট্রেনের সামনের অংশে ঝুলে থাকা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
পরে বিকেল সাড়ে ৩ টায় উদ্ধারকারী ইঞ্জিন এসে বলাকা ট্রেনের বিকল ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত করে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এতে দুই ঘণ্টা পর পর ময়মনসিংহের সঙ্গে নেত্রকোনা ও ভৈরব রৈলপথ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
তদন্ত কমিটি গঠন : এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
তিনি বলেন, তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনকাফনের জন্য তাদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হবে।
ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কায় চারজনের মৃত্যু।
Share:
Facebook
Twitter
Pinterest
LinkedIn
পপুলার
আওয়ামী লীগ জনগণকে দিতে আসে, নিতে নয়।
এপ্রিল ১১, ২০২৪
ঈদের দিন হামাস নেতার ছেলে ও নাতি নিহত ।
এপ্রিল ১১, ২০২৪
জিম্মি জাহাজে আব্দুল্লাহর মধ্যে ঈদের নামাজ আদায় করলেন নাবিকরা।
এপ্রিল ১১, ২০২৪