আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিএনপি।

বিলেতের আয়না ডেক্স :- আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিএনপি।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আগামী রোববার মানববন্ধন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির এ সিনিয়র নেতা জানান, আগামী রোববার সকাল ১১টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হবে। ইতিমধ্যে ঢাকা মহানগর বিএনপি মানববন্ধনের সব প্রস্তুতি গ্রহণ করেছে।
রুহুল কবির রিজভী বলেন, দেশে এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে সত্য কথা, মানুষের অধিকারের পক্ষে কথা বলা সবচাইতে বড় অপরাধ হিসেবে গণ্য করা হয়। তিনি বলেন, আজকে সব দলের অংশগ্রহণের মধ্য একটি শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলাকে অপরাধ ও অন্যায় হিসেবে গণ্য করা হয়। ব্রুটাল (বর্বর) দমনপীড়নের মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মী ও নাগরিক সমাজকে এক শোচনীয় অবস্থার মধ্য দিয়ে কি ভয়ংকর অবস্থা বিরাজ করছে।
এরআগে গত ৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশের জেলা সদরে (১০ ডিসেম্বর) মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কর্মসূচিতে দলটি গুম, খুন, গায়েবী মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যরা অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:  প্রধানমন্ত্রী র আগমন উপলক্ষে ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top