আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা এবং কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ওবায়দুল কাদের।

বিলেতের আয়না ডেক্স :– আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা এবং কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা শেষে ওবায়দুল কাদের নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা। কো-চেয়ারম্যান পদ পূরণ হয়নি। আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করব। নির্বাচন উপলক্ষে ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে। গতবারও ১৪টি ছিল। লোক হয়তো পরিবর্তন হবে।
মনোনয়ন বিক্রির বিষয়ে কাদের বলেন, তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে। ফি ৫০ হাজার টাকা। ফরম অনলাইনেও সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালির চম্বল ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক ও চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, পিটার হাসকে নিয়ে মুজিবুল হক চৌধুরীর দেওয়া বক্তব্য ‘শিষ্টাচার বহির্ভূত’। এ ধরনের শিষ্টাচার বহির্ভূত আচরণ করা মোটেও উচিত নয়।
কাদের বলেন, দলীয় প্রধানের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  গাজায় অবিলম্বে যুদ্ধ-বিরতির আহ্বান জানিয়েছেন প্রধানমন্রী শেখ হাসিনা।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top