দীর্ঘ ২০বছর পলাতক ট্রিপল মার্ডার মামলায় সাজাপ্রাপ্ত আটক

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি

দীর্ঘ ২০বছর পলাতক ট্রিপল মার্ডার মামলায় সাজাপ্রাপ্ত আটক
দীর্ঘ ২০বছর পলাতক ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি আবুল কালাম চৌধুরীকে র‌্যাব-৭,চট্টগ্রাম কর্তৃক আটক।

৭এপ্রিল শুক্রবার অভিযানে চাঁদগাঁও থানাধীন এলাকা হতে
আসামী আবুল কালাম চৌধুরী(৭০)কে আটক কর।

র‍্যাব সূত্রে জানা যায়,গত ২৬মে সকালে হাটহাজারী থানাধীন চারিয়া কাজীপাড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে কতিপয় দুস্কৃতিকারী গুলি বর্ষন ও কিরিচ দিয়ে কুপিয়ে আবুল কাশেম, আবুল বশর ও বাদশা নামক ০৩ ভাইকে নির্মমভাবে হত্যা করে। ঘটনার দিন সকাল ১১টার দিকে নিহত ভিকটিম আবুল কাশেমকে চায়ের দোকানে চা খাওয়া অবস্থায় পেয়ে ধৃত আসামি আবুল কালাম চৌধুরী কয়েকজনকে সাথে নিয়ে কাশেমকে এলোপাতাড়ি কোপায় এবং তার সহযোগী অন্যান্য আসামিরা আবুল কাশেম এর উপর এলোপাতাড়ি গুলি বর্ষন করে। এ সময় কাশেমের অপর ২ ভাই আবুল বশর ও বাদশা কে সামনে পেয়ে তাদেরকেও এলোপাতাড়ি কোপায় এবং গুলি বর্ষন করে। এতে ঘটনাস্থলেই আবুল কাশেম, আবুল বশর ও বাদশা নামক ০৩ ভাই মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, ঘটনার সময় আসামিগন ৫টি বন্দুক,২টি কিরিচ,৩টি এলজি ও ১টি চাকু নিয়ে নিহতদের উপর হামলা চালায়।

আরও পড়ুন:  রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকারী (আরসা) মূলহোতাসহ আটক-৩

নিহতদের ভাই বাদী হয়ে ২০জনকে আসামী করে হাটহাজারী থানায় একটি মামলা করে।মামলাটি নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইবুন্যাল মামলা নং ৪৫/০৪। মামলা দায়েরের পর আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে পাহাড়ে চলে যায়। আসামি কালাম চেয়ারম্যান সকলের অস্ত্র গুলো জমা নেয় এবং আগ্নেয়াস্ত্রগুলো কলাপাতা দিয়ে মাটি চাপা দিয়ে রাখে এবং কিরিচ গুলো খালের পানিতে ফেলে দেয়।

দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০জনের নামে পুলিশ রিপোর্ট দাখিল করেন। বিজ্ঞ আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া কার্যক্রম শেষে আসামী আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০,০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

এরইধারাবাহিকতায় গোপন সূত্রে জানতে পারে যে,আসামি আবুল কালাম চৌধুরী গ্রেফতার এড়াতে চাঁদগাঁও থানাধীন একটি ভাড়া বাড়িতে আত্মগোপনে আছে। উক্ত তথ্যে আভিযানিক দল আসামিকে আটক করে।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে।
আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top