বিপুল ভেজাল মসলাসহ কারবারি আটক-র‍্যাব-৭

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি

বিপুল ভেজাল মসলাসহ কারবারি আটক-র‍্যাব-৭

র‌্যাব-০৭,চট্টগ্রামের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল মসলা জব্দসহ একজন ভেজাল মসলা ব্যবসায়ী আটক।

চাউল ভাঙ্গা,কুড়া ও রাসায়নিক রঙ দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মসলা বাজারজাত করার অপরাধে অভিযুক্ত।

০৫এপ্রিল রাত সাড়ে ১১টায় ফেনী জেলার ফেনী মডেল থানাধীন এলাকায় অভিযানে আসামী মোঃ সাঈদ হোসেন (৩৫),কে আটক করে।

র‍্যাব সূত্রে জানা যায়,‘বিসমিল্লাহ মিল’ নামক একটি মশলার মিলের ভিতর ভেজাল মশলা বিক্রয়ের উদ্দেশ্যে প্রস্তুত করছে। উক্ত তথ্যের ভিত্তিতে আসামীকে আটক করে। আসামীকে জিজ্ঞাসাবাদসহ উক্ত মশলা মিল ঘরের ভিতর তল্লাশী করে ৩২টি প্লাস্টিকের বস্তায় ভেজাল রং, চাউল ভাংগা ও কুড়া মিশ্রিত ১৫০০ কেজি হলুদ-মরিচের গুড়া জব্দসহ আসামীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:  বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ অসৎ উপায় অবলম্বন করে হলুদ, মরিচের গুঁড়ার সাথে, রং, চাউল ভাংগা, কুড়া এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রন করে ভেজাল মশলা তৈরী করে পরবর্তীতে এই সব ভেজাল মশলা ফেনী জেলার বিভিন্ন বাজার ছাড়াও, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top