বিলেতের আয়না ডেক্স :- প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান কে কাশিমপুর কারাগারে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে। রমনা থানায় করা মামলায় বৃহস্পতিবার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। গতকাল তাকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগারে নেয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে শামসুজ্জামানকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেল সুপার মো. শাহজাহান আহমেদ গণমাধ্যমকে বলেন, দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কয়েকজন আসামিকে আমাদের এখানে আনা হয়েছে। এদের মধ্যে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানও রয়েছেন।
গত বুধবার ভোর ৪টার দিকে সাভারের বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেয়া হয় শামসুজ্জামানকে। যুবলীগের ঢাকা মহানগর উত্তরের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ মো. গোলাম কিবরিয়া তেজগাঁও থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। রাতে মামলা হলেও বিষয়টি জানা যায় পরদিন দুপুরে। বৃহস্পতিবার তাকে রমনা থানায় করা আরেকটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠানো হয়।