সমান্য টাকার জেরে বিক্রেতা-ক্রেতা কর্তৃক খুন

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি

সমান্য টাকার জেরে বিক্রেতা-ক্রেতা কর্তৃক খুন

চট্টগ্রাম খাগড়াছড়ির দিঘিনালায় সমান্য পাওনা টাকার বকেয়ার জেরে বিক্রেতা ক্রেতা কর্তৃক আঘাতে খুন হয়। নিহত শহিদুল ইসলাম হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ হাসান প্রকাশ মহসিন (৪০)’কে চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম।

৩০ মার্চ সন্ধ্যা ৭টায় অভিযানে গোপন সংবাদে বন্দর এলাকায় অবস্থান কালে আসামী মোঃ হাসান,কে আটক করে।

র‍্যাব সূত্রে জানা যায়,নিহত ভিকটিম শহিদুল ইসলাম দিঘিনালা থানাধীন জামতলী এলাকায় বসবাসকালে ২০২১ সালে আসামী হাসান মহসিন কাছে চাল বিক্রির ৩,০০০টাকা বিভিন্ন তালবাহানা করে পরিশোধ না করলে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও কথা কাটাকাটি হতো। গত ০৩ জানুয়ারি-২২ইং মহসিন টাকা দিতে অস্বীকার করে। এ নিয়ে কাটাকাটি এবং হাতাহাতি হয়। এক পর্যায়ে মহসিন এবং তার ভাই ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে ভিকটিমের নাকে ও মুখে কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায়।

আরও পড়ুন:  সাবেক মন্ত্রী নাজমুল হুদা আর নেই ।

গুরুতর আহত অবস্থায় ভিকটিম ভাই লোকজনের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ৫ জানুয়ারি মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে দীঘিনালা থানায় ২জনকে আসামী করে (নং- ০১,তাং-০৮ মার্চ-২২ইং) মামলা করে।

মালার আসামীরা গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে খাগড়াছড়ি হতে পালিয়ে চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকায় অবস্থান করছে। র‌্যাব-৭,গোপন সংবাদে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এজাহারনামীয় প্রধান আসামী,কে আভিযানিক দল আটক করে।

জিজ্ঞাসাবাদে আসামীর স্বীকার করে,সে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত এবং ওয়ারেন্টভুক্ত এজাহারনামীয় প্রধান আসামী এ সংক্রান্তে আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top