৩ ডাকাতক অস্ত্রসহ আটক-সিএমপি বাকলিয়া থানা

হাওয়া টিভি ডেক্স :- মোহামদ মাসুদ বিশেষ প্রতিনিধি

৩ ডাকাতক অস্ত্রসহ আটক-সিএমপি বাকলিয়া থানা

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ০৩ (তিন) জন ডাকাত গ্রেফতার করলেন বাকলিয়ার চৌকস টিম।

৩০মার্চ (বৃহস্পতিবার) রাত ০৩:১৫ টায় বাকলিয়া থানা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১। মোঃ কাউসার হোসেন (২৬), ২। মোঃ নয়ন হোসেন হৃদয় (২৭) ও ৩। মোঃ মনির (২১)কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা, পিপিএম এবং সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) মোঃ শহীদুল ইসলাম তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা মোহাম্মদ আবদুর রহিমের নেতৃত্বে মামলার বাদি এসআই (নিঃ) মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং স্পেশাল-নৈশ ডিউটিতে নিয়োজিত এসআই (নিরস্ত্র) ইসমিট চাকমা ও এএসআই (নিঃ) লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক ও ছিনতাই প্রতিরোধের ডিউটি পরিচালনা করাকালে আসামিদের অস্ত্রসহ আটক করে।

আরও পড়ুন:  সৈয়দ আফসার উদ্দিন "ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন সম্মাননায় ভূষিত।

গ্রেফতার কালে তাদের হেফাজত হতে ক) ১ট দেশীয় তৈরি একনলা বন্দুক ও ০২টি কার্তুজ, খ) ০১টি স্টিলের টিপ ছোরা, গ) ০১টি প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ কুড়ালসহ ০১ (এক) টি প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করে আইনানুগভাবে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের উল্লিখিত নাম-ঠিকানা প্রকাশ করে এবং তাদের সাথে থাকা পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা ৫/৬ জন আসামিদের সাথে ঘটনাস্থলসহ রসুলবাগ আবাসিক এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যে সমবেত হয়েছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ১৮ টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top