দাকোপে কারিতাসের সচেতনতা মূলক তথ্য সহভাগিতা ক্যাম্পেইন

বিলেতের আয়না ডেক্স :- মনিরুল ইসলাম মনি
খুলনা ব্যুরো প্রধান

দাকোপে কারিতাসের সচেতনতা মূলক তথ্য সহভাগিতা ক্যাম্পেইন

২৯ মার্চ বুধবার দাকোপ উপজেলার বি আর বি ডি মিলনায়তনে কারিতাস খুলনা অঞ্চলের আওতাধীন ডিআরআর- সিসিএ প্রকল্পের উদ্দোগ্যে সরকারি বিভিন্ন দপ্তরের অংশগ্রহণে সচেতনতা মূলক তথ্য সহভাগিতা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে সাধারণ জনগণের জীবন মান উন্নয়নের জন্য সরকারের যে সকল সেবা সমূহ রয়েছে তা সহভাগিতা করা, কোন পর্যায়ের ব্যক্তি এই সেবা সুবিধা পেতে পারে এবং সেবা সমূহ পাবার প্রক্রিয়ার বিষয়ে সঠিক তথ্য অবগত করা যাতে করে প্রকৃত এবং অসহায় ব্যক্তিরা সেবা পেতে পারে। সরকারি বিভিন্ন দপ্তর সমূহ, বেসরকারী সেবাপ্রদানকারি সংস্থা, এবং সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে সেবা প্রদানকারী এবং সেবা গ্রহণকারীর মধ্যকার তথ্যের আদান-প্রদান সহজতর করার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন:  Nstallation of 100 Tubewell by One Ummah Charity UK

সভায় উপস্থিত ছিলেন বঙ্কিম কুমার মন্ডল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মিসেস সুরাইয়া সিদ্দিকা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রজিত রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, জনাব শেখ আব্দুল কাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ মিজানুর রহমান সহকারি, সমাবায় কর্মকর্তা বাদল কৃষ্ণ সহকারি মৎস্য কর্মকর্তা, দিপক রঞ্জণ মন্ডল, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা । এছাড়াও উপস্থিত ছিলেন আলবিনো নাথ, কর্মসূচী কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা সেক্টর, কারিতাস খুলনা অঞ্চল, বেসরকারী সেবাপ্রদানকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন এবং দলিত এর প্রতিনিধি, লাউডোব ও বানিশান্তা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ইউপি মেম্বারগণসহ ইউনিয়নের সম্ভাব্য সুবিধাভোগী।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top