বিলেতের আয়না ডেক্স :- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানে পরিবেশ রক্ষাই পাটের তৈরী “বিশেষ ঝুড়ি” প্রদান করল রাউজান পৌরসভা
রাউজান পৌরসভার গহিরার প্রতিটি দোকানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পরিবেশ বান্ধব “বিশেষ ঝুড়ি” বিতরণ করা হয়। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি’র নির্দেশনায়, রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় গহিরা ব্যবসায়ীদের মাঝে পরিবেশ বান্ধব “বিশেষ ঝুড়ি”প্রতিটি দোকানে দোকানে গিয়ে বিতরণ করেন মেয়র জমির উদ্দীন পারভেজ ।
বিগত কয়েকদিন পূর্বে প্রথম ধাপে ২ হাজার পিস বিতরণ করা হয়। ধারাবাহিকভাবে ৫০,০০০ হাজার পিস এই ”বিশেষ ঝুড়ি” বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে ৮ই মার্চ বুধবার সন্ধ্যায় গহিরা চৌমুহনীতে ৪র্থ ধাপে প্রায় ৫শতাধিক পাটের তৈরী এই বিশেষ ঝুড়ি বিতরণ করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এসম উপস্থিত ছিলেন গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মতিন, সাধারণ সম্পাদক এম মোজাম্মেল হক খোকন, উপদেষ্টা খোরশেদুল আলম সওদাগর, মাহবুব আলম কাজী মোহাম্মদ রাশেদ আওয়ামীলীগ নেতা মুসা আলম খান,আইয়ুব খান, জাহাঙ্গীর আলম বেদার মিয়া সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু? যুবলীগ নেতা ছাবের হোসেন, আজাদ খান, এন আবছার মিয়া, সাইদুর রহমান, মোহাম্মদ রুবেল, ঝিকু দত্ত , রিমন চৌধুরী, মোহাম্মদ ফারুক,মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ তৌহিদ সহ ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করবেন না, নিদিষ্ট ঝুড়ি অথবা ডাস্টবিন ব্যবহার করবেন । ঝুড়ি থেকে ময়লা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা এসে নিয়ে যাবে। তাই রাউজান পৌর এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতকামনা করছি।।সকলের সহযোগিতা পেলে পৌরসভাকে একটি উন্নত ও সমৃদ্ধ পৌরসভায় পরিনত করা হবে। উল্লেখ্য, পর্যায়ক্রমে পরিবেশ বান্ধব বিশেষ এই ঝুড়ি জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়া হবে।