বিলেতের আয়না ডেক্স :- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা সম্পন্ন
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাউজান উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েরর পৃষ্ঠপোষকতায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম তম জাতীয় বিজ্ঞান অলিমপিয়াড এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর জিএম সরোয়ার জাহান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী,মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহমেদ, ভূপেষ বড়ুয়া, বি এম জসিম উদ্দিন হিরো, লায়ন সরোয়ার্দী সিকদার, লায়ন সাহাবুদ্দিন আরিফ,প্রিয়তোষ চৌধুরী, আলহাজ্ব নুরুল আবছার, আব্দুল জব্বার সোহেল,মোহাম্মদ রোকন উদ্দিন,মোহাম্মদ বাবুল মিয়া, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, রবীন্দ্রলাল চৌধুরী। এছাড়াও এসময় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
পরে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।