দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমায় লাখো মানুষের উপস্থিতিতে জুমার নামাজ আদায়।

বিলেতের আয়না ডেক্স :- দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমায় লাখো মানুষের উপস্থিতিতে জুমার নামাজ আদায়।

রাজধানী টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বের আয়োজক দিল্লির মাওলানা সাদের অনুসারীরা। শুক্রবার (২০ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।
এদিকে শুক্রবার (২০ জানুয়ারি) লাখো মুসল্লির অংশগ্রহণে ইজতেমার মাঠে অনুষ্ঠিত হয়েছে জুমার জামাত। জুম্মার নামাজ পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। এতে অংশ নিতে গাজীপুরসহ আশপা‌শের এলাকা থে‌কে মুস‌ল্লিরা দ‌লে দ‌লে হাজির হন ইজতেমা ময়দানে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন ধর্মপ্রাণ মুসলমানরা।
ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, মাঠ বুঝে নেওয়ার পরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেন। তারা ময়দানের নির্দিষ্ট খিত্তায় অবস্থান নিয়েছেন। ইজতেমা ময়দান এরই মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে।
আগামী রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাত প‌রিচালনা কর‌বেন মাওলানা সাদ কান্ধলবীর বড় ছে‌লে মাওলানা ইউছুফ বিন সাদ কান্ধলবী।

আরও পড়ুন:  এই বছর (২০২৩)হজ্বে যেতে পারবেন ১ লক্ষ ২৭ হাজার ১৯৮জন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top