নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডার পদত্যাগ।

বিলেতের আয়না ডেক্স :- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডার পদত্যাগ।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন পদ ত্যাগ করেছেন। আগামী মাস তথা ফেব্রুয়ারির ৭ তারিখের মধ্যেই তিনি পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার জাসিন্ডা নিজেই এ ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রী হিসেবে জাসিন্ডার শেষ কর্মদিবস হবে আগামী ৭ ফেব্রুয়ারি।
এরপর নিউজিল্যান্ড লেবার পার্টিতে তার উত্তরসূরি নির্বাচনে ভোট হবে।
আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে দেশটির পরবর্তী জাতীয় নির্বাচন।
এর আগে ২০২০ সালের নির্বাচনে লেবার পার্টির নেতা জাসিন্ডা আরডার্ন পরাজিত করেন ন্যাশনাল পার্টির প্রধান কলিন্সকে। সেটি ছিল নিউজিল্যান্ডের ৫৩তম পার্লামেন্ট নির্বাচন।
করোনাভাইরাস মহামারীর সফল ব্যবস্থাপনার কারণে জাসিন্ডা দ্বিতীয় মেয়াদে জয় পান।
উল্লেখ্য, ১৯৯৬ সালে মিক্সড মেম্বার প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (এমএমপি) নামে পরিচিত একটি সংসদীয় ব্যবস্থা চালু হয় নিউজিল্যান্ডে। এরপর থেকে দেশটির জাতীয় নির্বাচনে আর কোনও দলই সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সূত্র: বিবিসি

আরও পড়ুন:  ৩০% শতাংশ হজের খরচ কমালো সৌদি সরকার।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top