বিলেতের আয়না ডেক্স :- চট্টগ্রামে প্রেমেরতরী সুফি সংগীতালয় এর বার্ষিক পূর্ণমিলনী অনুষ্ঠিত
১০ মাঘ মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর ১১৭তম বার্ষিক ওরশ উপলক্ষে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র পৃষ্ঠপোষকতায় প্রেমেরতরী সুফি সংগীতালয় এর বার্ষিক পূর্ণমিলনী ১৭নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)’র সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী এর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন ভারতের খানকায়ে মোনয়েমীর সাজ্জাদানশীন ও পাটনার পাটলিপুত্রা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অরিয়েন্টাল কলেজের আরবী বিভাগের প্রধান হযরতুলহাজ্ব আল্লামা ড. শাহ সৈয়দ শামিমুদ্দীন মোনয়েমী (ম.), আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহকারী অধ্যাপক মোরশেদুল আলম, সোবহানিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি মো. হারুনুর রশীদ, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার ফকিহ্ মুফতি এবিএম আমিনুর রশীদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, আল বয়ান গ্রন্থের অনুবাদক আল্লামা হোসাইন আযহারী।
এছাড়াও এসময় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্র, জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মাওলানা মোহাম্মদ হারুন, মোহাম্মদ আলী আকবর মাষ্টার, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মোহাম্মদ রফিকুল আলম কে মাইজভান্ডারী সুফী সংগীতালয়ে অবদানের স্বীকৃতি স্বরুপ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।