সীতাকুণ্ডে এক কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ২০টি সোনার বারসহ আটক ২

বিলেতের আয়না ডেক্স :- সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে এক কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ২০টি সোনার বারসহ আটক ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে আনুমানিক এক কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ২০ টি সোনার বারসহ ২জন স্বর্ণ চোরাচালান কারবারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮জানুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদরের বাসস্ট্যান্ড সংলগ্ন থেকে তাদেরকে আটক করা হয়। দুইজনের জুতার সোলের ভেতরে বিশেষ ভাবে সোনার বারগুলো রক্ষিত করে রাখা ছিল। আটককৃতরা হলেনঃ- চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের সুনিল পালের বাড়ীর সুনিল পালের পুত্র বাসু পাল (৩৫) অপরজন বাঁশখালী থানার কালীপুর ইউনিয়নের পালে গ্রামের মৃত শশাংক পালের পুত্র রতন পাল (৬০)। তারা দুজনই বর্তমানে চট্টগ্রাম শহরের কতোয়ালী থানাধীন নজুমিয়া লেইন পাথরঘাটা এলাকায় বসবাস করেন। থানা সূত্রে জানা যায়, সীতাকুণ্ড মডেল থানার এসআই পাপেল রায় তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদরে বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে নিয়মিত ডিউটি করছিলেন। সকাল সাড়ে ৮ টার দিকে দুইজন অপরিচিত ব্যক্তি একটি গাড়ী থেকে নেমে ঐ এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক হলে তাদেরকে তল্লাশী করা হয়। তল্লাশীর এক পর্যায়ে তাদের দুইজনের বুটের জুতার সোলের নিচে বিশেষ ভাবে রক্ষিত করে রাখা ২০ টি সোনার বার জব্দ করা হয়। এবিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা সদুত্তর দিতে ব্যর্থ হয়। পরে তাদেরকে থানায় নিয়ে এসে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং ২৬।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনার বার পাচারের কথা স্বীকার করে। তাদেরকে আজ আদালতে প্রেরণ করা হবে। উদ্ধার হওয়ার সোনার বারগুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৭০ লাখ টাকা। এগুলোর ওজন দুই কেজি ৩৩২ গ্রাম।

আরও পড়ুন:  মুক্তিযুদ্ধের সময় যুদ্ধপরাধের জন্য জামায়াতে ইসলামী দলকে বিচারের জন্য সংশোধনের প্রস্তাব মন্ত্রী পরিষদে - আইন মন্ত্রী আনিসুল হক।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top