আগামী ১লা ফেব্রুয়ারী উপনির্বাচনে থাকছে না সিসিটিভি।

বিলেতের আয়না ডেক্স :- আগামী ১লা ফেব্রুয়ারী উপনির্বাচনে থাকছে না সিসিটিভি।
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ৫টি আসনের উপনির্বাচনে থাকবে না সিসিটিভি ক্যামেরা। বরাদ্দ না থাকায় ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এই পাঁচ আসনের কোনোটাতেই সিসিটিভি থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
বগুড়া-৪ এবং বগুড়া-৬ উপনির্বাচনের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মঙ্গলবার মতবিনিময় সভার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। দুপুর সাড়ে ১২টায় বগুড়া জেলা পরিষদের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি রাশেদা সুলতানা বলেন, বাজেট কম থাকায় এই উপনির্বাচনে ৫টি আসনের কোনোটাতেই সিসিটিভি ক্যামেরা থাকবে না। তবে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য সব কিছু করবে নির্বাচন কমিশন।
গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগে বিভাগীয় গণসমাবেশে বিএনপির সংসদ সদস্যরা একযোগে পদত্যাগের ঘোষণা দেন। পরদিন তারা সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। বিএনপির সংসদ সদস্যদের ছেড়ে যাওয়া এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি

আরও পড়ুন:  সাংবাদিক আবু আজাদের উপর হামলার প্রতিবাদে সিইউজে'র সমাবেশ

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top