বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সুদ বাড়ালো।

বিলেতের আয়না ডেক্স :- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সুদ বাড়ালো।

চাহিদাজনিত মূল্যস্ফীতির চাপ প্রশমনে আবারও নীতি সুদহার বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক।‌ এবার রেপোর সুদহার পাঁচ দশমিক ৭৫ শতাংশ থেকে ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ছয় শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (১৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে  কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর আব্দুর রউফ তালুকদার এ বিষয়ে আলোকপাত করেন।
বাংলাদেশ ব্যাংক বলছে, ‘করোনার প্রভাব কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম শক্তিশালী হলেও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাপ্লাই চেইনে সৃষ্ট সমস্যা আরও বৃদ্ধি পাওয়ায় বিশ্ব চাহিদা ও সরবরাহের মধ্যে অসামঞ্জস্যতা এখনও বিদ্যমান রয়েছে। ফলে, ২০২১ সালের শুরু থেকে বিশ্ববাজারে অধিকাংশ পণ্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যা এখনও পূর্বাবস্থায় ফিরে আসেনি। বিশ্ববাজারে সৃষ্ট মূল্যস্ফীতি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষাপটে প্রত্যাশিত মূল্যস্ফীতিও বৃদ্ধি পাচ্ছে, বিধায় তা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে গত ১১ জানুয়ারি  অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটি’র ৫৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ব্যাংকের ওভারনাইট রেপো সুদহার বিদ্যমান বার্ষিক শতকরা ৫.৭৫ ভাগ থেকে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৬ ভাগে এবং নীতি সুদহার করিডর যৌক্তিকীকরণের উদ্দেশ্যে রিভার্স রেপো সুদহার বিদ্যমান বার্ষিক শতকরা ৪ ভাগ থেকে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৪.২৫ ভাগে পুনঃনির্ধারণ করার সিদ্ধান্ত  হয়েছে। যা ১৬ জানুয়ারি থেকে কার্যকর হবে।’
এদিকে নতুন মুদ্রানীতি আসার আগেই অন্তত তিন বার নীতি সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ গত সেপ্টেম্বরে রেপো সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে।
গত বছরের জুন মাসে ঘোষিত মুদ্রানীতি ঘোষণার সময়েও রেপো সুদহার বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক। আর  রিভার্স রেপো হার আগের চার শতাংশ থেকে চার দশমিক ২৫ শতাংশ  বাড়ানো হয়েছে।
ব্যাংক রেট  চার শতাংশ ও বিশেষ রেপো হার আট দশমিক ৭৫ শতাংশ আগের জায়গাতেই রাখা হয়েছে।

আরও পড়ুন:  সিলেট জেলা জাতীয় পাটির আহবায়ক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কুনু মিয়া  ইন্তেকাল করিয়াছেন

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top