৭৫ তম ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা। ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়ল ছাত্রলীগের মঞ্চ।

বিলেতের আয়না ডেক্স :- ৭৫ তম ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা। ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়ল ছাত্রলীগের মঞ্চ।
৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে । শুক্রবার বিকেল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা পাদদেশ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি শাহবাগ, মৎস ভবন, প্রেসক্লাব, পল্টন হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ সংলগ্ন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, নানা ধরনের বাজনা, রঙ্গিন পোশাক সহ নানান সাজসজ্জায় সজ্জিত হয়ে অংশ নেয়।
শোভাযাত্রার পূর্বে অপারাজেয় বাংলার পাদদেশে তৈরি মঞ্চে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
তাদের উপস্থিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৪টার কিছু পরে সংক্ষিপ্ত সমাবেশে ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে হঠাৎ মঞ্চ ভেঙ্গে যায়। এসময় মঞ্চে এনামুল হক শামীম, নজরুল ইসলাম বাবু, মাহফুজ হায়দার চৌধুরী, মোস্তফা জালাল মহিউদ্দিন, সিদ্দিকী নাজমুল আলম, মো. সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসাইন, গোলাম রাব্বানীকে দেখা যায়। এছাড়া মঞ্চে বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ছাড়াও সদ্য সাবেক কমিটির আল-নহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকেও ছিল। আবার একই মঞ্চে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদেরও। তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হন।
পরবর্তীতে উঠে দাঁড়িয়ে ওবায়দুল কাদের বেলুন ও পায়রা উড়িয়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভযাত্রা উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি ক্ষোভ জানিয়ে বলেন, ‘আমার এত নেতার দরকার নেই, আমার কর্মী দরকার।’
এর আগে বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু ইজ অ্যা লিভিং লিজেন্ড। তিনি বলেন, সবকিছু ছাপিয়ে আমাদের পরিচয় আমরা শেখ হাসিনার নিবেদিত কর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের রুপান্তরের রুপকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগকে আত্মশক্তিতে বলিয়ান করেছেন।
এসময় ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগকে ৭৫ বার অভিবাদন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগ আমাদের শৈশবের ভালোবাসা, ছাত্রলীগ আমাদের সবুজ কৈশরের উচ্ছ্বাস, ছাত্রলীগ আমাদের যৌবনের প্রথম প্রেম।
ছাত্রলীগের নতুন সভাপতি সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে তিনি বলেন, অনেক কর্মী আশা নিয়ে বসে আছে। কমিটি পূর্ণাঙ্গ করতে হবে দ্রুত। বিলম্বিত করার কোনো সুযোগ নেই।
ছাত্রলীগের কর্মীদের অতীতের ভূল থেকে শিক্ষা নেওয়ার আহবান জানান তিনি। বর্তমান সময়ে একটি চ্যালেঞ্জিং সময় ও অর্থনীতিতে বৈশ্বিক সংকট চলছে উল্লেখ করে তিনি বলেন, করোনায় ছাত্রলীগ কৃষকের ধান কেটে দিয়েছে, ঘরে ঘরে চিকিৎসা সামগ্রী পৌঁছে দিয়েছে।
বক্তব্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে ৭৫ টি সমাবেশ করার ঘোষনা দেন।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এবার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের লক্ষ্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যেন বিশ্ব র‍্যাংকিং এ জায়াগা করে নেয়।
এর আগে দুপুর দুইটার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জড় হতে থাকে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীদের ব্যানার ফেস্টুনসহ নানা সাজসজ্জায় আসতে দেখা যায়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো অপরাজেয় বাংলা সংলগ্ন এলাকা। শোভাযাত্রায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ,ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, কলেজ অব এপ্লাইড হিউম্যান সাইন্স,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ,তিতুমীর কলেজ, বাংলা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ,তেজগাঁও কলেজ,আবুজর গিফারী কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা আইন জেলা, ঢাকা জেলা উত্তর, ঢাকা জেলা দক্ষিণসহ বিভিম্ন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে অসামান্য ভূমিকা রাখে সংগঠনটি।

আরও পড়ুন:  অভিষেক টেস্টে জাকিরের দুর্দান্ত সেঞ্চুরি, বিপদ কাটেনি বাংলাদেশের

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top