বিলেতের আয়না ডেক্স :- ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি ও সুর্বণ জয়ন্তী উপলক্ষ্যে ১লা জানুয়ারী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে ঢাকা দক্ষিণ হাইস্কুল ও কলেজ মাঠে।
যুক্তরাষ্ট্র স্বপ্ন সুপার মার্কেট মিশিগানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডাঃরঞ্জিত কুমার দে।গোলাপ গন্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। গোলাপ গন্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী।
ঢাকা দক্ষিণ হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন। গোলাপগন্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমেদ। ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম। ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্রের সভাপতি মজির উদ্দিন। সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ। অনুষ্টানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি সাদিকুর রহমান। সভা পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক আবুল লেইস।প্রধান অতিথি বলেন ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রের গৌরবের ৫০ বছর। ক্লাবটি হলো ইতিহাস ঐতিহ্যে ভরপুর। ক্লাবটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরী হয়েছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে এই রকম একটি ক্লাবের আত্মপ্রকাশ। একজন বীর মুক্তিযোদ্ধার হাত ধরে ক্লাবের যাত্রা শুরু। মেধা বিকাশে খেলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলায় মানুষ কে সমাজ থেকে সন্রাস,দুর্নীতি, ড্রাগ থেকে সমাজ থেকে মুলোত্পাটন যায় হবে। খেলাধূলার মাধ্যমে মাদক কে না বলতে হবে। দে-শ কে মাদকমুক্ত করতে হবে। দেশকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি বলেন, সবাই কে ঐক্যবদ্ধ ভাবে অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্ভুল করতে হবে। যুবকদের কে খেলাধুলায় বেশী মনোনিবেশ করতে হবে। কেবল মাত্র খেলাধূলা পারে সমাজ থেকে মাদক মুক্ত সমাজ গড়তে হবে।