বিলেতের আয়না ডেক্স :- জনগণের টাকায় আর কত ভূর্তকি, দেওয়ার একটা সীমা আছে ।গ্যাস-বিদ্যুতে আর কত ভর্তুকি, প্রশ্ন প্রধানমন্ত্রীর
রোববার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ চাইলে ক্রয় ও উৎপাদনে যে খরচ হয় তার দাম পরিশোধ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভর্তুকি জনগণের টাকা দিয়ে দেওয়া হলেও এর একটা সীমা আছে। ব্যবসায়ীদের এটি বুঝতে হবে।
আজ রোববার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমনটা বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি আমদানি ব্যয়ের কারণে সব দেশেই গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে।
তবে এ সময়ে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে চলমান মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে এ সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ করেন ব্যবসায়ীরা। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ আর গ্যাস যদি নিরবচ্ছিন্ন চান তাহলে এগুলো ক্রয় করতে বা উৎপাদন করতে যে খরচ হবে সেই খরচের দামটা তো দিতে হবে। কত আর ভর্তুকি দেওয়া যাবে?- ‘ভর্তুকি তো জনগণের টাকায় এত দেওয়াও যায় না। ব্যবসায়ী বা শিল্পপতিদের এ দিকটাতে একটু নজর দিতে হবে।
এ সময় রপ্তানির পাশাপাশি দেশীয় বাজার তৈরির আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘আমরা রপ্তানি যেমন করব আবার নিজের দেশের বাজারও যেন সৃষ্টি হয়, মানুষের ক্রয় ক্ষমতাও যেন বাড়ে সেদিকেও আমাদের দৃষ্টি দিতে হবে। তাহলে আমাদের ইন্ডাস্ট্রিগুলো আরও কার্যকর হবে, উৎপাদন বাড়বে, সে ব্যবস্থাটা আমরা নিয়েছি।
এ সময় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সবাইকে সাশ্রয়ী হওয়ার তাগিদও দেন শেখ হাসিনা। পাশাপাশি অর্থনীতিকে চাঙা রাখতে বাংলাদেশের মিশনগুলোকে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।