ভারতে প্রথম মুসলিম নারী যুদ্ধ বিমান চালক।

বিলেতের আয়না ডেক্স :- ভারতে প্রথম মুসলিম নারী যুদ্ধ বিমান চালক।

প্রথম মুসলিম নারী যুদ্ধবিমান চালক হিসেবে ভারতের ইতিহাসে জায়গা করে নিলেন উত্তর প্রদেশের বাসিন্দা সানিয়া মির্জা। এর আগে কোনো মুসলিম নারী ভারতীয় বাহিনীতে যুদ্ধবিমান চালানোর সুযোগ পাননি। মির্জাপুর এলাকার একটি গ্রাম থেকে উঠে এসেছেন তিনি। ২০২২ সালে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি পরীক্ষায় নারী ফাইটারদের জন্য মাত্র দুটি আসন ছিল। আর সেখানেই সুযোগ পেয়ে গেছেন সানিয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই।
খবরে বলা হয়,  আগামী ২৭ শে ডিসেম্বর পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগ দেবেন সানিয়া। তিনি গ্রামের সাধারণ পরিবারের মেয়ে। তার বাবা শাহিদ আলি একসন টিভি মেকানিক। গ্রামেরই হিন্দি মাধ্যম স্কুলে লেখাপড়া করেছেন সানিয়া মীর্জা। উত্তরপ্রদেশ বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় জেলায় প্রথম হয়েছিলেন।

আরও পড়ুন:  বঙ্গবন্ধু টানেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে: শেখ হাসিনা

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top