দেশের স্বার্থ কারো হাতে দিবো না আমার একবিন্দু রক্ত থাকতে–প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বিলেতের আয়না ডেক্স :- দেশের স্বার্থ কারো হাতে দিবো না আমার একবিন্দু রক্ত থাকতে–প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

দেশের স্বার্থ কখনো কারো কাছে বিলিয়ে দেবো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,দেশের উন্নয়ন সরকারের ধারাবাহিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া সম্ভব হয়েছে। দেশের স্বার্থ কারও কাছে বিলিয়ে দেয়া হবে না।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে ভাষণে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এরকম এক সম্মেলনে আমার অনুপস্থিতিতে আমাকে সভাপতি করা হয়। ছেলেমেয়েদের দায়িত্ব রেহানার ওপর ছেড়ে দিয়ে চলে এসেছিলাম।দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। স্বাধীনতার সুফল যেন মানুষের ঘরে ঘরে পৌঁছায় সেটাই ছিল আমার লক্ষ্য।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ যাতে সরকারে না আসতে পারে, অনেক চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের এতটুকু স্বার্থ কারো হাতে তুলে দেবো না, এটাই ছিল আমার প্রতিজ্ঞা।
শেখ হাসিনা বলেন, নির্বাচন মানেই ছিল ১০টা হুন্ডা ২০টা গুন্ডা, নির্বাচন ঠাণ্ডা। এই নির্বাচনী সংস্কার আওয়ামী লীগ, ১৪ দল, মহাজোট মিলে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম। তত্ত্বাবধায়ক সরকার আর যে কাজই করুক, আমাদের জেল খাটাক আর যাই করুক- অন্তত সেই প্রস্তাবের কিছু কাজ বাস্তবায়ন করে গেছে তারা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের স্লোগান আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। যাকে আমার পছন্দ তাকে ভোট দেব। নাগরিকের যে সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার তা আওয়ামী লীগই সচল করেছে। জানি এই ভোট নিয়ে অনেকেই কন্ট্রোভার্সিয়াল করতে চায় অনেকেই অনেক কথা বলে কিন্তু আমরা সেটা করেছি।

আরও পড়ুন:  কবি আবুল বশর আনসারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top