হাওয়া টিভি ডেক্স :- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাক্ষাৎ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। গতকাল শুক্রবার রাতে গণভবনে যান।
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকী সাক্ষাৎ করেন। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তারা কুশলাদি বিনিময় করেন এবং পরস্পরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। সাক্ষাৎকালে কাদের সিদ্দিকীর সঙ্গে তার স্ত্রী বেগম নাসরিন ও তাদের দুই মেয়েও ছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকীর হঠাৎ সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে কেন এ সাক্ষাৎ করেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ সাক্ষাৎ গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দল ও বিএনপির বিপরীতমুখী অবস্থানের কারণে এ সাক্ষাৎকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন কেউ কেউ।
কাদের সিদ্দিকী ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। দল থেকে বেরিয়ে ১৯৯৯ সালে তিনি কৃষক শ্রমিক জনতা লীগ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন।