বিলেতের আয়না ডেক্স :- ফজলুর রহমান ফটিকছড়ি (চট্টগ্রাম)
ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত
১০ই মাঘ মাইজভান্ডারী তরিকার প্রবর্তক গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহছুপী সৈয়দ মাওলানা আহমদ উল্লাহ (কঃ) আল মাইজভাণ্ডারীর ১১৭ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর রোজ বুধবার বাদে মাগরিব মাইজভান্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সম্মেলন কক্ষে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। শেখ মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানির সভাপতিত্বে প্রশানিক সমন্বয় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ আমান উল্লাহ। সভায় নাতে রাসুল সাঃ পরিবেশন করেন মোহাম্মদ মহিউদ্দিন নূরী শানে গাউছুল আজম মাইজভাণ্ডারী পরিবেশন করেন রেয়াজ উদ্দিন। সভায় মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.জি.আ), নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.জি.আ)
আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এটিএম কামরুল ইসলাম নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আদিল মাহমুদ নানুপুর ইউপি চেয়ারম্যান শফিউল আজম,ইউপি সদস্য তহিদুল আলম ফটিকছড়ি উপজেলা অফিসের মোহাম্মদ রহিম নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন ফটিকছড়ি থানার এসআই নাজমুল হক রোসাংগীরি ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুস শুক্কুর আঞ্জুমানে মোক্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডার (শাহ এমদাদিয়া) যুগ্ম সচিব মেসবাউল আলম ভূইয়া চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শাকিল ফটিকছড়ি উপজেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহসিন হিসাবে কর্মকর্তা মঞ্জিল মিজানুর রহমান। এছাড়াও ফটিকছড়ি উপজেলা পল্লি বিদ্যুৎ ফায়ার সার্ভিস ও বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১০ই মাঘ গাউছুল আজম মাইজভাণ্ডারীর ১১৭ তম ওরশ শরীফ উদযাপন উপলক্ষে ভক্তদের নিরাপত্তা বিধান এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি (মা.জি.আ)