প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে গণভবনে ছাত্রলীগের নতুন কমিটির নেতারা।

বিলেতের আয়না ডেক্স :- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে গণভবনে ছাত্রলীগের নতুন কমিটির নেতারা।

বাংলাদেশ ছাত্রলীগ নতুন কমিটির নেতাদের সাংগঠনিক কার্যক্রম ভালোভাবে পরিচালনা করার জন্য নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার গণভবনে ছাত্রলীগের নবগঠিত কমিটির সঙ্গে সাক্ষাতে এমন নির্দেশনা দেন তিনি।
এসময় বাংলাদেশ যুব মহিলা লীগের নবগঠিত কমিটির সভাপতি ডেইজি সারোয়ার, সাধারণ সম্পাদক শারমিন সুলতানাও উপস্থিত ছিলেন।
৬ ডিসেম্বর ৩০তম জাতীয় সম্মেলনের পর ২০ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এসময় ঢাবি ছাত্রলীগের সভাপতি হয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির নাট্য ও বিতর্ক বিষয়ক উপসম্পাদক মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক হয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির উপ-সমাজসেবা সম্পাদক তানভীর হাসান সৈকত।
এছাড়াও ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ এবং দক্ষিণের সভাপতি হয়েছেন রাজীবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ড।

আরও পড়ুন:  বিএনপির ২৭ দফা রাজনৈতিক সংস্কারের চমকবাজীর আড়ালে যুদ্ধাপরাধী, খুনী, সাম্প্রদায়িক জঙ্গীবাদী সন্ত্রাসীদের হালাল ও তাদের সাথে রাজনৈতিক অংশীদারত্ব প্রতিষ্ঠার কালো দলিল-জাসদ

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top