চট্রগ্রামের রাউজান উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২২ উদযাপিত

বিলেতের আয়না ডেক্স :- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্রগ্রামের রাউজান উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২২ উদযাপিত

অভিবাসীরা এদেশের গর্বিত সন্তান, বর্তমানে এক কোটিরও বেশী বাংলাদেশী অভিবাসী শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে।তাদের কষ্টার্জিত অর্থের বৈদেশিক মুদ্রা (রেমিটেন্স) প্রেরণ করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন একটি সূখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারাও গর্বিত অংশীদার।

২০০০ সালের ২রা নভেম্বর জাতিসংঘের ৫৫ তম অধিবেশনে ১৮ ডিসেম্বরকে “আন্তর্জাতিক অভিবাসী দিবস” হিসেবে পালন করার জন্য মেক্সিকোর উত্থাপিত প্রস্তাবে বাংলাদেশ সহ ২৫ টি দেশ সমর্থন করলে জাতিসংঘ কর্তৃক ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে , জাতি ধর্ম,বর্ণ নির্বিশেষে অভিবাসী কর্মী ও তাদের পরিবারের অধিকার ,সুরক্ষা এবং সর্বোচ্চ মর্যাদা ও সন্মাননা প্রদানের লক্ষ্যে দিবস টি এদেশের , জাতীয়, জেলা, উপজেলা পর্যায়ে উদযাপিত হয়। এরই ধাবাহিকতায় দেশের অভিবাসনে এবং রেমিটেন্স প্রদানের দ্বিতীয় সর্বোচ্চ জেলা ,চট্রগ্রাম এর রাউজান উপজেলা পরিষদ এর আয়োজনে ,প্রত্যাশী সিমস প্রকল্পের সার্বিক সহযোগীতা এবং টিটিসি রাউজানের অংশগ্রহনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা ১৮ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হয়। উক্ত দিবস উপলক্ষ্যে সারাদিন ব্যাপী স্কুল পর্যায়ে রচনা,চিত্রাংকন প্রতিযোগীতা, এবং মাইগ্রেশন কর্নার স্থাপনের মাধ্যমে অভিবাসন বিষয়ক তথ্য প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদুয়ানুল ইসলামের নেতৃত্বে বর্নাঢ্য র‍্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিদুয়ানুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, অভিবাসীরা এদেশের গর্বিত সন্তান তাদের পাঠানো রেমিটেন্স এ দেশের রিজার্ভ উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের চট্রগ্রামের বড় চ্যালেঞ্জ হচ্ছে হুন্ডী ।

আরও পড়ুন:  আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে(আইআইইউসি) বিশ্ব আরবি ভাষা দিবস পালিত”

আমি , প্রত্যাশী এনজিও এর সিমস প্রকল্পের নিকট কৃতজ্ঞবিশেষ ভাবে কৃতজ্ঞ যে তারা, সরকারের সহযোগী সংস্থা হিসেবে নিরাপদ অভিবাসন ইস্যুতে খুব ভালো অবদান রাখছে।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ‍্যক্ষ ইঞ্জিনিয়ার নওরীন সুলতানা। প্রকল্প প্রত্যাশী রাউজান উপজেলার সমন্বয়কারী মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রত্যাশী সিমস প্রকল্পের প্রোগ্রাম অফিসার নুর-উন-নাহার ফেরদৌস। । এছাড়াও অত্র উপজেলা পর্যায়ের যুবউন্নয়ন কর্মকর্তা ,উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা সমবায় কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা সহ রাউজানের রেমিটেন্স কার্যক্রম পরিচালনাকারী ব্যাংক কর্মকর্তাবৃন্দ, মাইগ্রেশন ফোরাম প্রতিনিধিবৃন্দ , সাংবাদিক, অভিবাসীর পরিবারের সদস্য, নারী উদ্যোক্তাবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে রচনা, এবং চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top