প্রিন্স চার্লসের ছবিযুক্ত পাউন্ড প্রকাশ করবে ২০২৪ সালে। 

বিলেতের আয়না ডেক্স :- প্রিন্স চার্লসের ছবিযুক্ত পাউন্ড প্রকাশ করবে ২০২৪ সালে। 

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বৃটেনের নতুন রাজা হয়েছেন তার ছেলে তৃতীয় চার্লস। এখন দেশটির নিয়ম অনুযায়ী মুদ্রায় নতুন রাজার ছবি সংযুক্ত করা হচ্ছে। এরইমধ্যে ৫, ১০, ২০ এবং ৫০ পাউন্ডের নোটের নতুন নকশা তৈরি হয়ে গেছে। রাজা চার্লসের ছবিসহ এই নোট ২০২৪ সালে প্রচলন শুরু হওয়ার কথা রয়েছে। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।
তৃতীয় চার্লসের প্রতিকৃতি দিয়ে বর্তমানে প্রচলিত চারটি পলিমার ব্যাঙ্ক নোট ছাপানো হবে। ব্যাঙ্ক নোটের সামনের দিকে রাজার ছবি থাকবে। পলিমার প্লাস্টিকের তৈরি নোটের সিকিউরিটি উইন্ডোতেও একটি স্বচ্ছ ছবি থাকবে। তবে নোটের উল্টো দিকগুলি অপরিবর্তিতই থাকবে। সেখানে ১০ পাউন্ডের নোটে থাকবে লেখক জেন অস্টেন, ২০ পাউন্ডের নোটে শিল্পী জেএমডব্লিউ টার্নার এবং ৫০ ডলারের নোটে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-এর ছবি থাকবে।
তবে নতুন নোট চালু হলেও আগের নোটগুলি বাতিল হয়ে যাবে সেরকম নয়। রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি থাকা নোটগুলি প্রচলনও অব্যাহত থাকবে।

আরও পড়ুন:  চারখাই থানা বাস্তবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউকে’র উদ্যোগ। লন্ডনে তরুণ আইনজীবী ব্যারিষ্টার আবুল কালাম চৌধুরীকে সংবর্ধনা।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top