দোয়ারাবাজারে ওষুধকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা ডাক্তারের উত্তেজনা

বিলেতের আয়না ডেক্স :- দোয়ারা বাজার প্রতিনিধি

দোয়ারাবাজারে ওষুধকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা ডাক্তারের উত্তেজনা

সুনামগঞ্জের দোয়ারাবাজার হাসপাতালে ওষুধ দেওয়া নিয়ে ডাক্তার ও এক বীর মুক্তিযোদ্ধার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাক্তারদের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। আজ মঙ্গলবারের মধ্যে এই ঘটনার সুষ্ঠু বিচার না পেলে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচী দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
জানা যায়, রোববার সকালে দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের মাজেরগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ্য অনুভব করলে হাসপাতালে গিয়ে প্রেসার চেক (উচ্চ রক্ত চাপ পরীক্ষা) করান। পরে তিনি কর্তব্যরত ডাক্তার ইমরান আহমেদের কাছে ওষুধের জন্য যান। ইমরান আহমেদ তাঁকে কিছু ওষুধ দেবার পর তিনি আরও কিছু ওষুধ চান। এসময় ইমরান আহমেদ এই ওষুধ শেষ হলে এসে নিয়ে যাবার কথা বলেন। এই নিয়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও ডাক্তার ইমরান আহমেদ’এর কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরে ডাক্তার ইমরান আহমেদ থানায় জিডিও করেছেন।

আরও পড়ুন:  দাম কমছে সয়াবিন ও পাম তেলের

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top