বিলেতের আয়না ডেক্স :- সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ডে অস্ত্র সহ আটক ২
চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানায় কর্মরত এসআই হারুনুর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযানে জামাল উদ্দীন নামে এক ডাকাত কে অস্ত্রসহ আটক করেছে।
শনিবার ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৮ টার দিকে সীতাকুণ্ড মডেল থানাধীন ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের ২নং ওয়ার্ড এর উত্তর মাহমুদাবাদ শুকলালহাট এলাকাস্থ চিটাগাং কেমিক্যাল ফ্যাক্টরীর ২ নম্বর গেটের সামনে রেল লাইনের উপর বসে থাকা অবস্থায় একটি দেশীয় তৈরি শুটার গান, ৪ টি কার্তুজসহ পরোয়ানাভুক্ত ডাকাতির মামলার আসামী জামাল উদ্দীন (২৯), পিতা-আবুল কাশেম, সাং-উত্তর দাড়ালিয়াপাড়া (কেশনের বাড়ীর সংলগ্ন), ৩নং ওয়ার্ড, বাড়বকুণ্ড ইউপি, থানা- সীতাকুণ্ড, জেলা –চট্টগ্রামকে আটক করেন। এই সংক্রান্তে সীতাকুণ্ড মডেল থানার মামলা নং-২৬, তাং১৭/১২/২২ ইং, ধারা-১৯ এ ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মোঃ জাবেদ (২২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত জাবেদ সন্দ্বীপ উপজেলার উড়িরচরের মোঃ ইব্রাহিমের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামান বলেন, নগরীর অলংকার মোড় থেকে সীতাকুণ্ডগামী একটি বাসে সন্দ্বীপের উড়িরচরে যাচ্ছিলেন জাবেদ। গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাসে অভিযান চালিয়ে জাবেদের ব্যাগ থেকে একটি ওয়ানশুটারগান ও সাতটি গুলি উদ্ধার করা হয়। জাবেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।