বিলেতের আয়না ডেক্স :- ওমরা’হ ভিসা নিবন্ধনে বাংলাদেশসহ ৫ দেশের জন্য নতুন নিয়ম করছে।
ওমরা’হ ভিসা নিবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশ, যুক্তরাজ্যসহ পাঁচটি দেশের জন্য নতুন নিয়ম চালু করার ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। অনলাইনে ওমরাহর ভিসার জন্য এসব দেশ থেকে আসা ব্যক্তিদের আঙুলের ছাপ যুক্ত করতে হবে বলে জানানো হয়েছে। এই পাঁচ দেশ হচ্ছে —বাংলাদেশ, যুক্তরাজ্য, তিউনিসিয়া, কুয়েত ও মালয়েশিয়া।
সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়েছে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে, এ নিয়ম চালু করার লক্ষ্য হলো—সৌদি আরবের বন্দরগুলোর মাধ্যমে যারা ওমরাহ পালন করতে আসছেন, তাদের সফরকে সহজ করা। এ ছাড়া হজযাত্রীদের ডিজিটাল সুবিধা বাড়াতেও এ নিয়ম চালু করা হচ্ছে।