বিলেতের আয়না ডেক্স :- মিরাজ-মোস্তাফিজের দৃঢ়তায় রুদ্ধশ্বাস জয় টাইগারদের
ভারতের দেওয়া সহজ লক্ষ্য মাত্র ১৮৭ রান টপকাতে রীতিমতো গলদঘর্ম হতে হয় টাইগারদের। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একসময় ভীষণ চাপে পড়ে স্বাগতিকরা। তবে মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজের দৃঢ়তায় ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০তে এগিয়ে রইলো টাইগাররা।
রবিবার (৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৪১.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৮৬ রান করে ভারত। জবাবে ৪৬ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। ৩৮ রানে অপরাজিত রয়েছেন মিরাজ ও ১০ রানে মোস্তাফিজ।
দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান। তারকা অলরাউন্ডারকে যোগ্য সঙ্গ দিয়েছেন এবাদত হোসাইন। দু’জনের বোলিং তাণ্ডবে খোলস ছেড়ে বের হতে পারেনি ভারত। সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী দলকে ১৮৬ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।
জবাব দিতে নেমে স্বস্তিতে থাকতে পারেনি লিটন বাহিনীও। শুরুতেই উইকেট খোয়ানো বাংলাদেশ ১৩৬ রানেই ৯ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে হারের আশঙ্কায়। তবে এমন অবস্থাতেও হাল ছাড়লেন না মেহেদী হাসান মিরাজ। এই টাইগারের অনবদ্য ব্যাটিংয়ে ১ উইকেটের জয় ছিনিয়ে নিয়ে রেকর্ড গড়ে বাংলাদেশ। জয়ের সঙ্গে গড়ে শেষ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড জুটি তাদের ।