আওয়ামী দুঃশাসন থেকে দেশকে রক্ষা করতে হবে। -সাবেক ভিপি নুরুল হক নুর।

বিলেতের আয়না ডেক্স :- আওয়ামী দুঃশাসন থেকে দেশকে রক্ষা করতে হবে। -সাবেক ভিপি নুরুল হক নুর।

দিনক্ষণ দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো যায় না উল্লেখ করে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামীতে কে ক্ষমতায় আসবেন, কে প্রধানমন্ত্রী হবেন, সেটা নিয়ে আলোচনার সময় এখন নয়। দেশের জনগণ আজ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। তাই যার যা কিছু আছে তাই নিয়ে সরকার পতনের গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সরকার পতনই এখন মূল লক্ষ্য।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির উদ্যোগে এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি। নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে এই গণসমাবেশ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, এই সরকার দেশ চালাতে পারছে না। দেশের অর্থনীতির অবস্থা ভালো না। জনগণ অর্থনীতির একটা স্থিতিশীল অবস্থা চায়। সেজন্য এই সরকারকে বিদায় করতে হবে।
নুর বলেন, হেফাজতের মতো বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাতে সরকার বিএনপিকে নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানের মতো আবদ্ধ জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে। এটা বিএনপির জন্য ভালো হবে না।
সরকারের সমালোচনা করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, বেহেশতের কথা বলে সরকার দেশকে দোযখে পরিণত করেছে। উন্নয়নের কথা বলে দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে এসেছে। লুটপাট করে দেশকে ফাঁকা করে ফেলেছে। তাই দুর্ভিক্ষের আগে এই সরকারকে বিদায় দিতে হবে।
গণঅধিকার পরিষদের নেতা মাহফুজুর রহমান ও সাইফুল্লাহ হায়দারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন, হাসান আল মামুন, ফারুক হাসান, শহিদুল ইসলাম ফাহিম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুর রহমান, ব্যারিস্টার জিসান মহসিনসহ ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন:  মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top