এস এস সি পরীক্ষার ফল প্রকাশ।পাশের হার ৮৭.৪৪।

বিলেতের আয়না ডেক্স :- এস এস সি পরীক্ষার ফল প্রকাশ।পাশের হার ৮৭.৪৪।

চলতি বছরের মাধ্যমিকপ স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে এবার পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে প্রধানমন্ত্রী ফল ঘোষণা করেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এর মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫.৮৮ শতাংশ, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯.০২ শতাংশ, কুমিল্লা ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৯১.২৮ শতাংশ, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০.০৩ শতাংশ, যশোরে ৯৫.১৭ শতাংশ, চট্টগ্রামে ৮৭.৫৩ শতাংশ, বরিশালে ৮৯.৬১ শতাংশ, দিনাজপুরে ৮১.১৬ শতাংশ, সিলেট ৭৮.৮২ শতাংশ, কারিগরি ৮৯.৫৫ শতাংশ, মাদ্রাসা ৮২.২২ শতাংশ। এছাড়া এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে ২,৬৯,৬০২ শিক্ষার্থী। তবে ৫০টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি।

আরও পড়ুন:  সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় - আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top