কাতার বিশ্ব কাপ২০২২।এবার জাতীয় সংগীত গাইলেন ইরানের ফুটবলারা।

বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্ব কাপ২০২২।এবার জাতীয় সংগীত গাইলেন ইরানের ফুটবলারা।

মাহশা আমিনির হত্যা এবং দেশে হিজাববিরোধী আন্দোলনের প্রতি নিজেদের সমর্থন জানাতে কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে জাতীয় সংগীত গাননি ইরানের ফুটবলাররা। এতে অনেকের আগ্রহ তৈরি হয়েছিল দ্বিতীয় ম্যাচেও কী ধরনের পদক্ষেপ নেবে ইরান ফুটবল দল।
অনেকেই ধারণা করেছিলেন, দ্বিতীয় ম্যাচেও প্রতিবাদী মনোভাব বজায় রাখবে ইরান। কিন্তু এদিন দেখা গেল নতুন দৃশ্য। আহমেদ আলি স্টেডিয়ামে জাতীয় সংগীত বেজে ওঠার সময় প্রত্যেককেই ঠোঁট নাড়াতে দেখা যায়। যদিও সশব্দে নয়, মৃদু স্বরেই জাতীয় সংগীত গাইলেন ইরানের ফুটবলাররা।
ধারণা করা হচ্ছে গ্রেপ্তারের ভয়ে জাতীয় সংগীত গেয়েছেন তারা। প্রথম ম্যাচে ফুটবলারদের প্রতিবাদের পর ইরান সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি বার্তা যায় ফুটবলারদের কাছে। দেশটির একাধিক মন্ত্রী এ নিয়ে কথা বলেন। পরের ম্যাচে একই কাজ করলে দেশে ফেরার পর কড়া শাস্তির মুখে পড়বেন ফুটবলাররা।এমনকি হতে পারেন গ্রেপ্তারও।
এরই মধ্যে সরকারের বিরুদ্ধে কথা বলে গ্রেপ্তার হয়েছেন ইরানের সাবেক এক ফুটবলার। জাতীয় দলের ফুটবলারদেরও একই অবস্থা হতে পারে, এমন আশঙ্কা থেকে জাতীয় সংগীত গেয়েছেন ইরান দলের ফুটবলাররা।

আরও পড়ুন:  বৃটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top