ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি  উপলক্ষে আলোচনা সভা।

বিলেতের আয়না রিপোর্ট :- মাহমুদুর রহমান শানুর

ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি  উপলক্ষে আলোচনা সভা।

ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল ৯ই অক্টোবর লন্ডনে বসবাসরত ক্রীড়া চক্রের সকল সদস্য আজীবন সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ক্যাফ গ্রীল রেষ্টুরেন্টে ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খোকনের সভাপতিত্বে এবং আবজল হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজীবন সদস্য ঢাকা দক্ষিণ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলিব (মছনমিয়া) আজীবন সদস্য শামীম আহমেদ। খালেদ আজিম উদ্দিন জামাল। কাজী মকবুল আলী।
আগামী বছর ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি হবে। প্রথমেই ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক মরহুম আব্দুল মতিজ ও প্রতিষ্ঠাতা সদস্য মরহুম শফিক উদ্দিন ও সদস্য ফুটবল খেলোয়াড় মরহুম জসিম উদ্দিন এর রুহের মাগফেরাত কামনা করা হয়। সেই উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত এবং বক্তব্য রাখেন রুহুল আমিন সেলিম। আব্দুল বাছির।,মাহমুদুর রহমান শানুর । সেলিম উদ্দিন চাকলাদার। দিলওয়ার হোসেন লেবু। হেলাল আহমেদ। নাজিম রহমান। আব্দুল কাদির। হোসাইন আহমেদ সুজা। আব্দুল রহিম মুক্তা।ছাদেক আহমেদ। রেহান উদ্দিন। নুরুল ইসলাম। খালেদ আহমেদ।দিলদার সারোয়ার শিপন ।কিশোয়ার আনাম লিটন। জোছনা পারভীন ও রুমানা আনাম। শাহরিয়ার নাফি। সভায় বক্তারা বলেন, ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্রের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন।স্বাধীনতার পরবর্তী সময়ে এই ক্লাবের যাত্রা। ফুটবল খেলার মাধ্যমে। এই ক্লাব ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে। আগামী দিনে তাঁর ধারাবাহিকতা বজায় রাখার উদাত্ত আহ্বান জানিয়েছেন। ভবিষ্যতে নিজস্ব ভূমি ক্রয় করে ক্লাবের স্হায়ী ভবন নির্মাণ করার জন্য সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার অঙ্গিকার ব্যক্ত করেছেন। একটি স্হায়ী সংবিধান করার প্রস্তাব করা হয়।

আরও পড়ুন:  অধ্যাপক স্বপ্নীল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিন এশিয়া অঞ্চলের স্ট্র্যাটেজিক ও টেকনিক্যাল এডভাইজারী গ্রুপের সদস্য নির্বাচিত।

৫০বছরের একটি ঐতিহ্যবাহি ক্লাবের অনুষ্ঠান কে সাফল্য মন্ডিত করার জন্য একটা ফান্ড কালেকশন করা হয়েছে। বেশ কয়েকজন তাদের অঙ্গিকার করেছে ন এবং ক্রীড়া চক্রের সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন সাবেক সাধারণ সম্পাদক আজীবন সদস্য কামাল উদ্দিন খোকন। খালেদ আজিম উদ্দিন জামাল। আবজল হোসেন। ইকবাল আহমেদ। হেলাল আহমেদ। পরবর্তীতে লন্ডন প্রবাসী ক্রীড়াচক্রের আজীবন সদস্যদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top