বিলেতের আয়না ডেক্স :- জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত আকমল হোসেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকমল হোসেন ৩ হাজার ৭৫৯ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
তিনি নৌকা প্রতীকে ২৩ হাজার ৮৪০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তের খেজুর গাছ প্রতীকের প্রার্থী সৈয়দ তালহা আলম পেয়েছেন ২০ হাজার ৮১ ভোট।
বুধবার (২ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ৮৯ টি ভোটকেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়াই করেছেন ৫ প্রার্থী।
তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান (মোটর সাইকেল) পেয়েছেন ১০ হাজার ৭৭৯, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকমল হোসেন (নৌকা) পেয়েছেন ২৩ হাজার ৮৪০, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা (আনারস) ১৪ হাজার ১৬, জমিয়ত মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) পেয়েছেন ২০ হাজার ৮১ ও স্বতন্ত্র প্রার্থী আব্বাস উদ্দিন (ঘোড়া) পেয়েছেন ১ হাজার ১৯৫।
আকমল হোসেন এনিয়ে দুইবার জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন।
তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও একাধিকবার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে ‘গ্লোল্ড মেডেল’ পেয়েছেন এবং ২০১৬ সালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন