বিলেতের আয়না ডেক্স :- ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক হতে চলছেন।
কনজারভেটি নেতা ও প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে গেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ফলে আরও সুগম হয়েছে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পথ।
জানা গেছে, এরইমধ্যে ১৪২ জন এমপি সুনাকের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন। বিপরীতে প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা আরেক প্রতিদ্বন্দ্বী পেনি মরডান্টের পক্ষে এখন পর্যন্ত আছেন ২৯ এমপি।
পেনি যদি সোমবার দুপুর ২টার মধ্যে ১০০ এমপির সমর্থন যোগাতে ব্যর্থ হন, তবে স্বয়ংক্রিয়ভাবেই ঋষি সুনাক ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়ে যাবেন।
নিয়ম অনুযায়ী সর্বোচ্চ তিন কনজারভেটিভ এমপি ১০০ সহকর্মীর (এমপি) সমর্থন পেলে প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় নামতে পারবেন। আর ব্যালটে যাবে ভোটাভুটি। কনজারভেটিভ পার্টির মোট ৩৫৭ জন এমপি রয়েছেন।
চূড়ান্ত ২ প্রতিদ্বন্দ্বির মধ্যে ভোটাভুটি হবে। দলের প্রধান নেতা নির্বাচনে ভোট দেবেন কনজারভেটি পার্টির ১ লাখ ৭০ হাজার সদস্য। আগামী শুক্রবারই দলটি তাদের নতুন নেতা বেছে নেবে।
সেই হিসেবে জনসন সরে যাওয়ায় এখন মাঠে রইলেন কেবল পেনি আর সুনাক।