ওবিই এওয়ার্ড প্রাপ্ত দবিরুল ও এভারেস্ট জয়ী আকিকে অভিনন্দন ও ফু‌লেল শু‌ভেচ্ছা জানিয়েছেন সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন

বিলেতের আয়না রিপোর্ট :- আব্দুল মা‌লেক, সিলেট প্রতি‌নি‌ধি

ওবিই এওয়ার্ড প্রাপ্ত দবিরুল ও এভারেস্ট জয়ী আকিকে অভিনন্দন ও ফু‌লেল শু‌ভেচ্ছা জানিয়েছেন সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন

সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশন বৃটেনের রাণী কর্তৃক ওবিই এওয়ার্ড প্রাপ্ত জনাব দবিরুল ইসলাম চৌধুরী এবং বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আকি রহমান (৩৯) সংক্ষিপ্ত সফরে সিলেটে আসলে সম্বর্ধিত অতিথি জনাব দবিরুল ইসলাম চৌধুরী ওবিই ও এভারেস্ট বিজয়ী আকি রহমানকে ফুলের তোরা দিয়ে সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের পক্ষে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়ে বরণ করা নেন।

বাংলাদেশে জন্মজাত এই দুইজন কৃতি সন্তান সংক্ষিপ্ত সফরে সিলেটে আসলে স্থানীয় একটি অভিজাত হোটেল এর কনফারেন্স হলে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন:  গোলাপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক।

সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া, লিটন বড়ুয়া, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, দিলু বড়ুয়া, সেবু বড়ুয়া ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, তমাল কান্তি বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন সুমিত বড়ুয়া তপতি বড়ুয়া, পিনু বড়ুয়া, রত্না বড়ুয়া, শেলু বড়ুয়া, তানিন বড়ুয়া, সেতু বড়ুয়া, হাদিউল ইসলাম শাহারিয়ার, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা, হিমেল বড়ুয়া, অবন্তিকা বড়ুয়া, পূর্ণতা বড়ুয়া প্রমুখ।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top