রসায়নে যৌথ ভাবে তিনজন নোবেল পেলেন।

বিলেতের আয়না ডেক্স :- রসায়নে যৌথ ভাবে তিনজন নোবেল পেলেন।

ক্লিক রসায়ন এবং বায়োর্থোগোনাল রসায়নে অগ্রগতির জন্য এ বছর রয়াসনে যৌথভাবে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, যুক্তরাষ্ট্রের ক্যারোলিন আর বেরতোজি, কে বেরি শার্পলেস এবং ডেনমার্কের মর্তেন মেলদাল।

বুধবার বাংলাদেশ স্থানীয় সময় বিকেল বেলা সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।
তাদের নোবেল দেয়ার কারণ হিসেবে নোবেল কমিটি থেকে জানানো হয়েছে, এই বিজ্ঞানীরা ক্লিক রসায়ন এবং বায়োর্থোগোনাল রসায়নে অগ্রগতিতে বড় অবদান রেখেছেন। এর আগে গত ৩রা অক্টোবর চিকিৎসা বিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে ২০২২ সালের নোবেল পুরস্কার দেয়া শুরু হয়। এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনতত্ত্ববিদ সভান্তে পাবো। এছাড়া পদার্থে ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার যৌথভাবে নোবেল পেয়েছেন।
উল্লেখ্য, ডিনামাইট আবিষ্কারক সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল অনুযায়ী নোবেল পুরস্কার প্রচলন করা হয়। প্রথম পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সালে। সেসময় সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে সফল, অনন্যসাধারণ গবেষণা, উদ্ভাবন ও মানবকল্যাণমূলক কার্যক্রমের জন্য পাঁচটি বিষয়ে পুরস্কার দেওয়া হয়। বিষয়গুলো হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি।

আরও পড়ুন:  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাথে রানী দ্বিতীয় এলিজাবেথ

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top