ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশন ইউকের সভা অনুষ্ঠিত।

বিলেতের আয়না রিপোর্ট :- মাহমুদুর রহমান শানুর ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশন ইউকের সভা অনুষ্ঠিত।

আগামী বছর এক’শ পঁচিশ বছর পূর্ণ করতে যাচ্ছে ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল।

গত ৩ অক্টোবর সোমবার ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশন ইউকের মতবিনিময় সভায় আগামী বছর ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পূর্ব লন্ডনের প্রিন্সলেট স্ট্রিটে দর্পণ মিডিয়া হাউজে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশন ইউকের আহ্বায়ক মাহমুদুর রহমান শানুর এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আনোয়ার শাহজাহান এর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল এর সাবেক ছাত্র ও শিক্ষক তছউর আলী, আতাউর রহমান আঙুর মিয়া, মো: জামাল উদ্দিন, দেলওয়ার হোসেন লেবু, মামুনুর রশিদ খান টেনু, আব্দুল লতিফ নিজাম, তমিজুর রহমান রঞ্জু, আবুল হাসনাত নাইস, আমিনুর রশিদ খান এমরান, দেওয়ান নজরুল ইসলাম, আশরাফ হোসেন শফি, হোসেন আহমদ সুজা, আবদুল কাদির, সোহেল চৌধুরী, আবদুল বাছির, মারুফ আহমদ, জাকির হোসেন, কিশোয়ার আনাম লিটন, মঈনুল ইসলাম এবং মাহবুব হোসেন প্রমুখ।

আরও পড়ুন:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জয়ী নারী ফুটবলারদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা।

সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন ছাত্র, রাজনীতিবিদ শামীম আহমদ (নগর)।

সভায় আগামী জানুয়ারি মাসে পরবর্তী সভা আহ্বান করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন মাহমুদুর রহমান শানুর 07951- 649643 ও আনোয়ার শাহজাহান 07957-981636.

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top