সাফ জয়ী নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী।

বিলেতের আয়না ডেক্স :- সাফ জয়ী নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী।

‘সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২’ —এর অপরাজিত চ্যাম্পিয়ন জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী। আগামী ২৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে এ পুরস্কার সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলকে দেওয়া হবে।
এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। পরে তমা গ্রুপও ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে মেয়েদের জন্য।
গত সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ট্রফি নিয়ে বুধবার দুপুরে দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন কন্যারা। গোটা দেশ বরণ করে নিয়েছে তাদের।

আরও পড়ুন:  লন্ডন প্রবাসী হোমল্যান্ড লাইফ ইন্সুইরেন্সের ৭ পরিচালক গ্রেফতার।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top