রাশিয়ায় কনসার্ট হলে হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

বিলেতের আয়না ডেক্স :- রাশিয়ায় কনসার্ট হলে হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

আহত হয়েছেন শতাধিক। রাষ্ট্রয় বার্তা সংস্থা তাস ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে (এফএসবি) উদ্ধৃত করে এ খবর দিয়েছে। আল জাজিরা বলেছে, হামলার দায় স্বীকার করেছে আইসিস। মস্কোতে অবস্থিত ক্রোকাস সিটি হলে শুক্রবার এ ঘটনা ঘটে। এ হলটিতে কয়েক হাজার মানুষের ধারণ ক্ষমতা আছে। সেখানে আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ আর্টিস্টদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আয়োজন হয়েছিল রকব্যান্ড ‘পিকনিকের’ কনসার্ট। হামলাকারীরা নির্বিচারে মানুষকে গুলি করতে থাকে। ব্যবহার করে বিস্ফোরক।
এর ফলে ভয়াবহ অগ্নিকান্ডের সৃষ্টি হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আহতদের কয়েকজনকে এরই মধ্যে বিভিন্ন মেডিকেলে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় রাজধানীর উত্তরে ক্রাসনোগোরস্কে ওই ভবনটির ওপর দিয়ে কালো ধোয়া উঠে যাচ্ছে আকাশে। রাশিয়ান মিডিয়ার খবরে বলা হয়েছে, ৫ জনের মধ্যে তিনজন হামলাকারী ছিল বেপরোয়া। তারা দর্শকদের সমাবেশের দিকে অস্ত্র উঁচিয়ে গুলি করতে থাকে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বার্তা সংস্থা রিয়া নভোস্তির একজন সাংবাদিক। তিনি বলেছেন, অস্ত্রধারীরা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে গুলি করে। নিক্ষেপ করে গ্রেনেড। এতে পুরো হলরুমে আগুন ধরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, ১৫ থেকে ২০ মিনিট গুলি চলতে থাকে। এ সময় অনেক মানুষ মেঝেতে শুয়ে পড়েন। পরিস্থিতি বুঝে লোকজন হামাগুঁড়ি দিয়ে বেরিয়ে যায়। আকাশে অভিযানে নামে হেলিকপ্টার। সড়কে ও হলটির বাইরে ভরে যায় অ্যাম্বুলেন্সে।

আরও পড়ুন:  সুনামগঞ্জের জগন্নাথপুরের একটি বাড়ি থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার: পুলিশ

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top