বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
অটোরিক্সা চোরাই চক্রের ৭জন আটক-সিএমপি-হালিশহর থানা
সিএমপি হালিশহর থানা পুলিশ কর্তৃক চোরাই যাওয়া ৫টি বিভাটেক অটোরিক্সা উদ্ধার ও ব্যাটারী চালিত বিভাটেক অটোরিক্সা চোরাই চক্রের ৭জন সদস্যকে গ্রেফতার।
২৩মার্চ,থানা অফিসার ইনচার্জ জানান-২২মার্চ রাতে পাহাড়তলী থানাধীন সরাইপাড়া অনৈক রাশেদের অটোরিক্সার গ্যারেজে তাহার চোরাই যাওয়া অটোরিক্সা ২টি আছে মর্মে নিশ্চিত করে থানার সরকারী মোবাইল ফোনে জানায়।
পরবর্তীতে হালিশহর থানার অফিসার ইনচার্জ এর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ)মোঃ রুহুল আমিন এর নের্তৃত্বে পুলিশ টিম পাহাড়তলী উক্ত গ্যারেজ হতে আসামী ইয়াকুল শেখ সাইফুল (২৮) কে আটক করে।
ভুক্তভোগী জনৈক মোঃ জাহাঙ্গীর হোসেন (৩২) একজন ব্যবসায়ী তাহার মালিকানাধীন ২টি বিভাটেক অটোরিক্সা রহিয়াছে। ১৩ফেব্রুয়ারি রাতে অটোরিক্সা চালক মোঃ ইমরান (২৭) পলিটেকনিক্যাল কলেজের সামনে রেখে রেল লাইনের একপাশে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে অজ্ঞাতনামা চোরেরা অটোরিক্সাটি চুরি করে নিয়ে যায়।
পুনরায় গত ২০মার্চ সকাল সাড়ে ৯টায়,চালক মোঃ রুবেল (৩২) তাহার মালিকীয় অটোরিক্সায় ১জন অজ্ঞাতনামা যাত্রী একটি চাউলের বস্তা নিয়ে উঠে। অজ্ঞাতনামা যাত্রী তাহার কোমড়ের ব্যথার কথা বলে চাউলের বস্তাটি বিল্ডিংয়ের ২য় তলায় উঠাইয়া দিতে বলে। বস্তাটি তুলে দিতে গেলে। যাত্রীকে দেখিতে না পাইয়া সে উক্ত বিল্ডিংয়ের সিড়ির জানালা নিয়ে নিচের দিকে তাকালে দেখিতে পান যে,যাত্রীবেশী চোর পূর্ব হইতে ঘটনাস্থলে উৎ পেতে থাকা তাহার সঙ্গীয় ২চোরসহ চুরি করে নিয়ে যাইতেছে। চালক রুবেল নামতে নামতে যাত্রীবেশী চোর দ্রুত গতিতে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়।
বাদী খোঁজাখুঁজির একপর্যায়ে তথ্য অভিযোগের ভিত্তিতে
বাদীর চোরাই যাওয়া অটোরিক্সা ২টি সহ আরো ১টি চোরাই অটোরিক্সা,যাহা ব্যাটারী বিহীন উদ্ধার পূর্বক জব্দ করে।তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযানে অটোরিক্সা চোর দলের সক্রিয় সদস্য ১। মোঃ রফিক আলম (২২),২। মোরশেদ আলম সবুজ (১৯) ৩। মোঃ আফিফ রহমান সেলিম (১৯) ৪। উত্তম কুমার সিং (২৯),৫। মোঃ হেলাল (২০)৬ মোঃ এয়াকুব শেখ সাইফুল (২৮),৭। মোঃ আব্দুল কাদের টিপু (৩০)কে আটক করে।
পুলিশী জিজ্ঞাসাবাদে আসামী ইয়াকুল শেখ যা সাইফুল (২৮) জানায় যে,পাহাড়তলী থানাধীন সরাইপাড়াস্থ রাশেদের অটোরিয়র গ্যারেজের ব্যবসায়ের আড়ালে আসামী মোরশেদ আলম এর সবুজ (১৮) আসামী আফিফ রহমান এ সেলিম (১৮) এবং আসামী রফিকুল আলম (২২) পূর্ব পরিকল্পনা মোতাবেক দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা হইতে অটোরিক্সা চুরি করিয়া আনিত। সে সহ আসামী মোঃ আব্দুল কালো টিপু (৩০), মোঃ হেলাল (২৬), উত্তম কুমার সিং (২৯) চোরাই অটোরিক্সা নিজেদের দখল ও হেফাজতে রেখে ক্রয় বিক্রয় পরিচালনা করিত।
আটক আসামীগন একটি সংঘবদ্ধ অটোরিক্সা চোর চক্রের সদস্য। উরু চুরির ঘটনায় মনৈক জাহাঙ্গীর আলম এজাহার দায়ের করিলে পেনাল কোড রুজু করা হয়। মামলার রুজুর পরবর্তীতে ধৃত আসামীদের প্রাপ্ত তথ্য মোতাবেক উল্লেখিত ৭নং আসামী মোঃ আব্দুল কাদের টিপুকে মেফতার করা হয়।
টিপুকে মোকতার পরবর্তীতে তাহার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানাধী ০২টি অটোরিক্সা সহ সর্বমোট ১৫টি অটোরিক্সা উদ্ধার পূর্বক জল. আরো চোৱাই যাওয়া বিভাটেক অটো রিক্সা উদ্ধারের কাজ অব্যাহত রহিয়াছে।