সুনামগঞ্জের জগন্নাথপুরের একটি বাড়ি থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার: পুলিশ

বিলেতের আয়না ডেক্স :- সুনামগঞ্জের জগন্নাথপুরের একটি বাড়ি থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার: পুলিশ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি বাড়িতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সুনামগঞ্জ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার দীঘলবাক গ্রামে আখলাকুর রহমানের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালানো হয়, যা সকাল ১০টায় আইনশৃঙ্খলা বাহিনী ঘেরাও করে রাখে।
আজ বিকেলে অভিযান শেষ হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার জগন্নাথপুর থানার এএসআই মোহাম্মদ নুরে আলম সিদ্দিক আখলাকুরের ছেলে আফজাল হোসেনের বিরুদ্ধে সমন আদেশ নিয়ে ওই বাড়িতে যান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আফজাল বাড়ি থেকে পালিয়ে যায়। বাড়িতে তল্লাশির সময় এএসআই ঘরের মধ্যে কিছু ইলেকট্রনিক ডিভাইস এবং সাদা পাউডার পান।
বিবৃতিতে বলা হয়, তথ্যের ভিত্তিতে বোমা ডিসপোজাল ইউনিট, স্পেশাল অ্যাকশন গ্রুপ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অ্যান্টি-টেরোরিজম ইউনিট যৌথ অভিযান শুরু করে।
অভিযানের সময় বাড়ি থেকে বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ উপকরণ, কিছু বিস্ফোরক পাউডার এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে, প্রেস বিজ্ঞপ্তিতে যোগ করা হয়েছে।
অভিযান চলাকালে কাউকে গ্রেফতার করা হয়নি।
এ ব্যাপারে একটি মামলা চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন:  মাটি ও মানুষের বন্ধু আনোয়ার শাহজাহান - মুহাম্মদ আব্দুস সাত্তার

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top