মিয়ানমারের সীমান্তে মর্টার শেলের আঘাতে বাংলাদেশি নারীসহ নিহত ২জন।

বিলাতের আয়না ডেক্স :-  মিয়ানমারের সীমান্তে মর্টার শেলের আঘাতে বাংলাদেশি নারীসহ নিহত ২জন।
মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা একটি মর্টার শেলের আঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকার এক বাংলাদেশি নারীসহ ২ জন নিহত হয়েছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তুমব্রু সীমান্তের জলপাইতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া বাংলাদেশি নারীর নাম হোসনে আরা বেগম (৪৫)। তিনি ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলী এলাকার বাসিন্দা বাদশা মিয়ার স্ত্রী। নিহত অপরজন রোহিঙ্গা। তবে, তার নাম জানা যায়নি।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য দিল মোহাম্মদ ভুট্টো বলেন, মিয়ানমার থেকে একটি মর্টার শেল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলী এলাকায় এসে পড়ে। এ সময় একজন বাংলাদেশি নারী ও একজন রোহিঙ্গা পুরুষ নিহত হয়েছেন।

আরও পড়ুন:  রিজোয়ান রাজনের ট্রাজেডি-কমেডিতে আন্দোলিত হল দর্শক হৃদয়

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top